চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশের জেরে এক বিশ্ববিদ্যালয় সাংবাদিককে হল থেকে টেনে পাহাড়ে নিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে।
সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে স্টার নিউজের ক্যাম্পাস প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য এম. মিজানুর রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কল দিয়ে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
জানা গেছে, অভিযুক্ত মো. সিফাতুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংশ্লিষ্ট ফোনালাপের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।
অডিও রেকর্ডে হুমকিদাতা নিজেকে ‘সালমান (আব্দুস সালাম সালমান)’ পরিচয় দিয়ে অশ্রাব্য ভাষায় সাংবাদিককে মারধরের হুমকি দেন। একপর্যায়ে তিনি বলেন, “আপনি যে নিউজ করলেন, আপনাকে এটার অনুমতি দিলো কে? … একেবারে ভাইঙ্গা দিমু। ফরহাদ হল থেইকা টাইন্না নিয়া নীড়া পাহাড়ে উডামু। এমন কোনো মাদারচোদ নাই যে আপনারে ঠেকাইবে।”
আব্দুস সালাম সালমান সিফাতুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। মূলত সালমানকে নিয়েই সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক এম. মিজানুর রহমান।
হুমকির বিষয়ে জানতে সালমানকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তিনি এক গণমাধ্যমকে বলেন, “আমি হুমকি দেইনি। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না,” বলে কল কেটে দেন।
এদিকে, যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছিল, সেই নম্বরে পুনরায় যোগাযোগ করলে অভিযুক্ত মো. সিফাতুল ইসলাম কল রিসিভ করেন। হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখন ক্রিকেট খেলার মাঠে আছি,” এরপর ফোন কেটে দেন।
ভুক্তভোগী সাংবাদিক এম. মিজানুর রহমান বলেন, “সংবাদের কোনো অংশে অসত্য থাকলে সংশোধনের অনুরোধ, প্রতিবাদলিপি বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্য হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ছাত্রদল সূত্রে জানা গেছে, হলে অবৈধভাবে অবস্থান করা আব্দুস সালাম সালমান শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক দিনাজপুর-২ আসনে বিএনপির আসনভিত্তিক সমন্বয় কমিটির সদস্য বলেও জানা গেছে।
হল প্রশাসন সূত্রে জানা যায়, শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে অবস্থান করায় সালমানকে একাধিকবার হলত্যাগের নোটিশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
অনুসারীর এমন হুমকির বিষয়ে জানতে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “এটা যদি সে বলে থাকে, তাহলে তা অন্যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখব। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “স্টার নিউজের চবি প্রতিনিধি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছি। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”