বিএনপির প্রতি জনসমর্থন বোঝাতে জামায়াতের সমাবেশের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড আইডিতে এই ভিডিও শেয়ার করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।
রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবিদের ভিডিওটি দেখেছেন এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এটি শেয়ার হয়েছে ১ হাজার সাতশর অধিক। এ ছাড়া পোস্টটিতে ৩৮ হাজার রিয়্যাক্ট এবং সাড়ে তিন হাজার কমেন্ট হয়েছে। তবে পোস্ট দেওয়ার অন্তত এক ঘণ্টা পর সোয়া ৯টার দিকে পোস্টে কিছু সংশোধনী আনেন তিনি।
জামায়াতের ভিডিও শেয়ার করে পোস্টটি আবিদুল ইসলাম খান লিখেছিলেন, ‘তারেক বসন্ত’। ভিডিওর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা গেছে, সেখানে আজ যশোরে জামায়াত আমিরের একটি সমাবেশের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে।
তবে সংশোধনীর পর সোয়া ৯টার দিকে পোস্টের কমেন্টে বিষয়টি উল্লেখ করেছেন আবিদ। সেখানে বিষয়টিকে সংবাদমাধ্যমের ভুল হিসেবে তুলে ধরেছেন তিনি। আবিদুল ইসলাম খান কমেন্টে লিখেছেন, ‘পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক।’