Image description

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার খাদে পড়ে গেছে। এতে ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রেলপথের ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই রেলপথটি নওপাড়া-সদরপুর আঞ্চলিক সড়কের ওপর দিয়ে গেছে।

আহতরা হলেন—সিটি ব্যাংকের ঢাকার শ্যামলী শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ব্যবসায়ী মেহেদী আল আমিন ও ব্যবসায়ী আলম মিয়া এবং প্রাইভেটকারের চালক রুবেল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার স্বপন সরকার বলেন, দুপুর ২টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা আহত হন। বিষয়টি রেল পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, নওপাড়া এলাকায় গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এর আগে, একই স্থানে একটি নসিমন দুর্ঘটনায় চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নওপাড়া-সদরপুর আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। এলাকাবাসীর মতে, দুর্ঘটনা এড়াতে দ্রুত ওই স্থানে একটি রেলগেট স্থাপন করা জরুরি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।