Image description
 

ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান।

তিনি বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করতে দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তবে কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না।

মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ভারতে বসে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে একটি মহল। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। ১২ ফেব্রুয়ারি যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বন্ধ করতেই কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আগামীতে আমি নির্বাচিত হতে পারলে ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলব।

বিডি প্রতিদিন