নড়াইল: নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও নির্বাচনী সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৬ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বিছালী গ্রামের তিন দোকান এলাকায় নড়াইল-১ আসনের ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল শাখার পক্ষ থেকে জানানো হয়, নড়াইল-১ আসনে তাদের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ওই কার্যালয়ে আগুনে চেয়ার-টেবিল, মাইক, দলীয় প্রতীকসহ সবকিছু পুড়ে যায়।
দলটির নেতা-কর্মীদের দাবি, রোববার রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলন কর্মীদের বাগবিতন্ডা হয়। পরে তা মীমাংসাও হয়। তবে এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের শুরু থেকেই এই কার্যালয়টি দলের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। আগুনে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এদিকে, অভিযোগ অস্বীকার করে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি হাসিবুর মোল্যা বলেন, বাগবিতন্ডার বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছিল এবং সবাই স্বাভাবিকভাবে চলে যান।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার জানান, অভিযোগটি পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।