ছুটিতে হোটেল বা ট্রায়াল রুমে থাকার সময় গোপন ক্যামেরার ভয় অনেকেরই থাকে। তবে কিছু সহজ কৌশল মেনে চললে আপনি নিজেরাই তা যাচাই করতে পারেন। প্রথমে আপনার ফোনের ফ্ল্যাশ ব্যবহার করে সন্দেহজনক জায়গায়—ঘরের কোন, আলমারি, ঘড়ি, স্পিকার বা টিভির রিমোটে—আলো ফেলুন। লেন্স থাকলে ছোট ছোট প্রতিফলন দেখা যাবে।
অনেক লুকানো ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা চোখে দেখা যায় না কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়ে। রুমের আলো নিভিয়ে ফোন দিয়ে ঘোরাঘুরি করলে লালচে আলো দেখা গেলে সতর্ক হওয়া দরকার। এছাড়া, ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’ বা ‘ফিং’ মতো অ্যাপ ব্যবহার করেও ফোন দিয়ে ক্যামেরা শনাক্ত করা যায়।
গোপন ক্যামেরা যদি ওয়াই-ফাই মাধ্যমে কাজ করে, তবে হোটেলের নেটওয়ার্কে যুক্ত থাকতে পারে। ফোন দিয়ে নেটওয়ার্ক স্ক্যান করে অচেনা ডিভাইস থাকলে সতর্ক থাকুন। আরও কার্যকর উপায় হলো বাজার থেকে ছোট পোর্টেবল ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ ডিভাইস ব্যবহার করা।
যে কোনো সন্দেহ হলে দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনে রুম পরিবর্তন করুন। নিরাপত্তা ও গোপনীয়তা সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত। এই কিছু সহজ টিপস মনে রাখলে ছুটি উপভোগ করা হবে নিরাপদ ও নিশ্চিন্তভাবে।