Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বেশ কিছু বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি। সেগুলো সংবাদ মাধ্যমের সঙ্গে এখনই বলতে চাচ্ছি না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে  বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি, আমরা বলেছি এই বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, দেশে পোস্টাল ব্যালট বেশি করে ব্যবহার হবে। আমরা বলেছি সংশ্লিষ্ট এলাকায় যারা নির্বাচন করছেন তাদের মার্কাটাই যেন শুধু পোস্টাল ব্যালটে থাকে। নির্বাচনটাকে যেন জটিল না করা হয়। 

বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা বলেছি, ভোটার স্লিপ বিতরণ নিয়ে কথা বলেছি, আমরা প্রস্তাব করেছি প্রার্থীর ছবি ও মার্কা দিয়ে স্লিপ তৈরি করে বিতরণ করতে। এই বিষয়ে আইন ইসি নিজেই সংশোধন করতে পারবে। আশা করছি তারা তা করবে।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, ড. মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আরটিএনএন