দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে ইতিপূর্বে বহিষ্কৃত ১৩ জন নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (১৪ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেরপুর, সিলেট, রংপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন ইউনিটের এই নেতাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য ইতিপূর্বে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ জানুয়ারি থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
দলে ফিরে আসা নেতাদের মধ্যে রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি খোদেজা রহিম কলি, রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনু এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ।
তালিকায় আরও রয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হাসান জুয়েল, কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু এবং কাহালু উপজেলা বিএনপি নেতা আলহাজ আব্দুল মান্নান, মো. জাহিদ হাসান জালাল ও মো. মাহবুবুর রহমান বাবু। এ ছাড়া কাহালু পৌর বিএনপি নেতা মো. আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল করিম এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সাজেদুল আলম রাসেলেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের নীতি ও আদর্শ মেনে চলার শর্তে তাদের এই সাধারণ ক্ষমা প্রদান করা হয়েছে এবং আজ থেকেই তারা দলের প্রাথমিক সদস্য হিসেবে গণ্য হবেন।