Image description

বাগেরহাটের কচুয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মো. হাসান শিকদার (৩২) নামে এক ছাত্রলীগ নেতা ইয়াবা কারবারিকে আটক হয়েছে।

গত সোমবার আনুমানিক রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল কচুয়া থানার ঋষিপাড়া থেকে ইয়াবাসহ তাকে আটক করে।

আটক হাসান সিকদার কচুয়া উপজেলার রাড়িপারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সিকদার সেকেন উদ্দিন এর ছেলে। তিনি রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ডিবির বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ হাসানকে আটক হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।