Image description

রাষ্ট্রব্যবস্থায় মানুষের ভরসা উঠে যাওয়ার কারণেই অভ্যুত্থান হয়। তবে অভ্যুত্থানের পর মানুষ প্রতারিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, এখনও পরিবর্তনের স্বপ্ন দেখে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর সব শ্রেণির মানুষ রাষ্ট্র নিয়ে আলোচনা করছে। রাষ্ট্র অনেকগুলো বিষয়ের সমষ্টি। এই সমষ্ঠির মূল গাঁথুনি হলো মানুষ বা জনগণ। বাঙলি সিভিলাইজেশন প্রক্রিয়া যতদিন পর্যন্ত দেশের মানুষ শতভাগ বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে মুখ থুবড়ে পড়বে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পূণর্গঠন ও গণভোট’ প্রসঙ্গে এক সেমিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

শিক্ষা, স্বাস্থ্য নিয়ে দেশে এখনও সুনির্দিষ্ট পলিসি নেই অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মল্লযুদ্ধের কারণে সংস্কারের যে বিষয়গুলো অধরা রয়ে গিয়েছে, হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের সেই সিদ্ধান্ত এখন জনগণের হাতে। রাষ্ট্র সংস্কারের শেষ সুযোগ এটিই।

নাসীরুদ্দীন বলেন, নতুন জায়গায় দেশকে নিয়ে যেতে হবে। সব রাজনৈতিক দল এতে ব্যর্থ হলেও জনগণ নতুন উদ্যোগ নিতে পারে। যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তাদের নূন্যতম কোনো লজ্জাবোধ নেই। ২৪ এর গণঅভ্যুত্থানকে সফল করতে গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, তারেক রহমানের প্ল্যানে যাতে হাদির রাষ্ট্র স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা থাকে, যাতে চাঁদাবাজি, সন্ত্রাস কমানো তার প্ল্যানে থাকে। না থাকলে ধরে নেবো, এই প্ল্যান অন্য কারোর স্বার্থ উদ্ধারের প্ল্যান। হাদি হত্যার বিচার নিয়ে সরকারের কোন সুস্পষ্ট পরিকল্পনা নাই। শুধু জনগণের রোষানল ঠেকানোর জন্য জানাযার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এই সরকারের প্রতি আহ্বান, হাদি হত্যা সাগর-রুনি হত্যা মামলার প্রক্রিয়ায় পরিণত করবেন না।

বার্তা বাজার