Image description
 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থায় নীরবে বড় পরিবর্তন আনছে অ্যান্ড্রয়েড, যা আপডেট না করলে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা গুরুতর ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অনেকেই নিয়মিত আপডেট এড়িয়ে যান বা স্টোরেজ বাঁচাতে আপডেট বন্ধ রাখেন—কিন্তু এখন সেটিই হতে পারে সবচেয়ে বড় বিপদ।
বিশেষজ্ঞদের মতে, নতুন সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ পারমিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এবং ডেটা অ্যাক্সেস আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপডেট না থাকলে পুরোনো সিস্টেমে থাকা দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা সহজেই ফোনের ছবি, কনট্যাক্ট, লোকেশন এমনকি ব্যাংকিং তথ্যেও প্রবেশ করতে পারে।
আরও উদ্বেগজনক বিষয় হলো—অনেক ম্যালওয়্যার এখন আর আলাদা করে চোখে পড়ে না। সাধারণ অ্যাপের আড়ালে থেকে নীরবে তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছে তৃতীয় পক্ষের সার্ভারে। নতুন আপডেটগুলো এসব গোপন কার্যকলাপ শনাক্ত ও বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের পরামর্শ, যাদের ফোনে দীর্ঘদিন ধরে সিকিউরিটি আপডেট আসেনি বা যারা আপডেট ইনস্টল করেননি, তাদের দ্রুত সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট চেক করা উচিত। সামান্য অবহেলা থেকেই বড় ডিজিটাল ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা।