Image description

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, কেবলমাত্র আস্থার সংকটের কারণেই আমাদের অনেক প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করতে পারছে না। এই সংকট কাটাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল পদে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

 

সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘বিভাগীয় পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. সারোয়ার আলম বলেন, দায়িত্বশীল পদগুলোতে যোগ্য ব্যক্তি না আসা পর্যন্ত আস্থার সংকট থেকেই যাবে। তাই সাধারণ নাগরিকদের সচেতন করতে হবে এবং এই কাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেসব প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে না, সেগুলোর বিষয় গণমাধ্যমে সবিস্তার তুলে ধরলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এবং সমাজ আরও ভালো হবে। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন স্থানীয় সরকার সিলেটের সহকারী কমিশনার মোছাদ্দেকা বেগম বৃষ্টি।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট ড. শঙ্কর পাল, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যানালিস্ট সুমন ফ্রান্সিস গোমেজ এবং লিগ্যাল অ্যানালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী।