Image description
 

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য প্রেরিত পোস্টাল ভোটের ব্যালট পেপারে দলীয় প্রতীক বিন্যাস নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপিমনা প্রবাসীরা অভিযোগ করছেন, ব্যালট পেপারে বিএনপির দলীয় প্রতীক এমন স্থানে ও এমনভাবে রাখা হয়েছে, যা সহজে চোখে পড়ে না এবং খুঁজে পাওয়া কঠিন।

 

প্রবাসী ভোটারদের ভাষ্য, ব্যালট পেপারে একাধিক প্রতীকের ভিড়ে বিএনপির প্রতীক তুলনামূলকভাবে অস্পষ্ট অবস্থানে থাকায় ভোট প্রদানের সময় বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক ভোটার দাবি করছেন, প্রতীকটি খুঁজে পেতে অতিরিক্ত সময় ও মনোযোগ প্রয়োজন হচ্ছে, যা পোস্টাল ভোটের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তৈরি করতে পারে।

একজন বিএনপিমনা প্রবাসী ভোটার বলেন, ব্যালট পেপারে প্রতীক এমনভাবে বসানো হয়েছে, যেন খোঁজাখুঁজির পরীক্ষা দিতে হচ্ছে। এটি স্বাভাবিক নয় এবং গ্রহণযোগ্যও নয়।

এ বিষয়ে প্রবাসী বিএনপিমনাদের অভিযোগ, নির্বাচন কমিশন (ইসি) প্রতীক বিন্যাসে প্রয়োজনীয় সতর্কতা ও নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে। তাদের মতে, একটি প্রধান রাজনৈতিক দলের প্রতীক এমন স্থানে রাখা, যা ভোটারের চোখে সহজে না পড়ে—তা উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সেই প্রশ্ন উঠছে।

তারা আরও দাবি করেন, ব্যালট পেপারের নকশা চূড়ান্ত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত পরামর্শ করা হয়নি। ফলে প্রবাসী ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পোস্টাল ভোট ব্যবস্থায় ভোটার সরাসরি কোনো সহায়তা পান না। তাই ব্যালট পেপারের প্রতিটি উপাদান—বিশেষ করে প্রতীক—হতে হবে স্পষ্ট, সহজবোধ্য ও বিভ্রান্তিমুক্ত। প্রতীক বিন্যাসে সামান্য অস্পষ্টতাও ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলতে পারে।

মালয়েশিয়ায় বসবাসরত অনেক প্রবাসী ভোটার আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতীক স্পষ্ট না হলে অনিচ্ছাকৃত ভুল ভোট দেওয়ার ঝুঁকি তৈরি হয়, যা গণতান্ত্রিক অধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বিন্যাস সংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট মহলের মতে, সময় থাকতেই এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া এবং ভবিষ্যতের জন্য ব্যালট পেপার নকশা আরও ভোটারবান্ধব করার উদ্যোগ নেওয়া জরুরি।

প্রবাসী বিএনপিমনা ভোটাররা বলছেন, তারা কোনো বিশেষ সুবিধা চান না—শুধু একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সহজবোধ্য ব্যালট পেপার চান, যেখানে প্রতিটি দলের প্রতীক সমানভাবে দৃশ্যমান থাকবে। তাদের দাবি, নির্বাচন কমিশন অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করুক, যাতে পোস্টাল ভোট নিয়ে আস্থা সংকট আরও গভীর না হয়।