দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২০-২০২১ থেকে ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। আজ রবিবার (১১ জানুয়ারি) ছাত্রশিবির মেডিকেল জোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ পর্যন্ত শিক্ষার্থীরা খ গ্রুপ এবং ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা ক গ্রুপের অর্ন্তভুক্ত। প্রতিযোগিতার জন্য ক গ্রুপের শিক্ষার্থীদের পাঠ্য হিসেবে প্রখ্যাত সিরাতগ্রন্থ ‘সীরাতে ইবনে হিশাম’ এবং খ গ্রুপের জন্য নঈম সিদ্দিকীর লেখা ‘মানবতার বন্ধু মুহাম্মদ (সা.)’ গ্রন্থ দুটি নির্ধারণ করা হয়েছে।
ছাত্রশিবির জানিয়েছে, গুগল ফর্মের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ রমজান। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন লিঙ্ক: https://tinyurl.com/Seerat26BICSMZ। প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়ের জন্য যথাক্রমে ১৫, ১২ ও ১০ হাজার টাকা পুরস্কার রয়েছে। এ ছাড়া ৪র্থ-১০ম পর্যন্ত ৫ হাজার এবং ১১তম থেকে ২০ তম পর্যন্ত ৩ হাজার টাকা পুরস্কার রয়েছে।