সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম বিএনপিতে যোগদান করেছেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তিনি এলাকায় সুবিধাভোগী হিসেবে পরিচিত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দল পরিবর্তনের মাধ্যমে নিজের অতীত ভূমিকা আড়াল করার চেষ্টা করছেন।
গত ১০ জানুয়ারি রাত ৯টায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মো. ওয়াহিদুল ইসলাম।
মো. ওয়াহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, কোনো প্রলোভনে পড়ে নয়, তিনি বিএনপিসহ তারেক রহমানকে ভালোবেসে দলত্যাগ করে কর্মী হিসেবে বিএনপিতে যোগদান করেছেন।