ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী ৬ অধ্যাপকের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলনে যেতে বাধা ও হুমকি প্রদান, ছাত্রলীগকে আন্দোলনকারীদের তথ্য প্রদানসহ নানা অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা প্রাথমিক তদন্ত কমিটি (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি)। এখন সেটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা উঠেছে।
পরবর্তীতে চূড়ান্ত শাস্তি দিতে একটি তদন্ত কমিটি (আনুষ্ঠানিক চার্জ) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর এই কমিটি অভিযোগের প্রমাণ পেলে সরাসরি ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তের সুপারিশ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছয় শিক্ষক হলেন- অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. মশিউর রহমান, অধ্যাপক ড. মাহমুদা খাতুন ও অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম চৌধুরী।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক তদন্ত কমিটি সমাজবিজ্ঞান বিভাগের ৬ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। এখন সেটি সিন্ডিকেট তদন্ত কমিটি (আনুষ্ঠানিক চার্জ ) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপর অভিযুক্তদের তাদের অভিযোগ বিষয়ে অবহিত করা হবে এবং শোকজ করা হবে। এরপর তদন্ত কমিটি অভিযোগের প্রমাণ পেলে সরাসরি ট্রাইবুনালে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে প্রথমে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই করা হয়। পরে অভিযোগের সত্যতা পেলে তদন্ত কমিটি করে চূড়ান্ত সুপারিশ করে তা ট্রাইবুনালে পাঠানো হয়। এরপর ট্রাইবুনাল থেকে চূড়ান্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।