Image description
 

ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপজুড়ে বাসাবাড়ি, মসজিদ, সরকারি-বেসরকারি দালানকোঠা ও হাসপাতাল ভবন কেঁপে ওঠে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কাঁপছিল এবং পুকুরের পানিও টলমল করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মণিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এ কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত,  ২০২৪ সালের মে মাসে ভারতের মণিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল।