Image description
 

বিসিবির দুর্নীতি বিরোধী জিরো-টলারেন্স নীতির অংশ হিসেবে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিক ফাহাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সম্প্রতি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের এক সদস্য এই পদক্ষেপ গ্রহণ করেন। শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি সান। 

সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় গভীর হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন আতিক ফাহাদ।

এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এটি সম্পূর্ণ পৃথক একটি বিভাগের (ইন্টিগ্রিটি ইউনিট) কাজ, তাই এতে বোর্ডের অন্য কর্মকর্তাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগসহ (ডিপিএল) দেশের সব ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের বিষয়টি আগেই স্পষ্ট করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুর্নীতির বিরুদ্ধে নজরদারি আরও শক্ত করতে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বেই বর্তমানে পর্যবেক্ষণ ও তদন্ত কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে ঢাকা ক্যাপিটালসের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন আতিক ফাহাদ। বিপিএল ২০২৫ ও ২০২৬ আসরকে সামনে রেখে তার নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটি বেশ সক্রিয় ভূমিকাও রেখেছে। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর দলের ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েই এখন আলোচনা ক্রিকেটাঙ্গনে।