Image description
রাজধানী ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। 
 
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।’ 
 
 
হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি। 
 
জানা গেছে, ফার্মগেটে স্টার হোটেলের সামনে ৫ রাউন্ড গুলি করা হয় মুসাব্বিরকে। পরে উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়া হয়। এরপর অপর একটি হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ মুসাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। 
 
সময়ের আলো