Image description
 
 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর রাণীনগর উপজেলার বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার (৭ জানুয়ারি) বহিষ্কৃত নেতারা হলেন—রাণীনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান এবং পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মো. রফিক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত দলীয় প্যাডে জারি করা এক বহিষ্কার আদেশ থেকে বিষয়টি জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

 

বহিষ্কার আদেশে বলা হয়, উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণে লিপ্ত ছিলেন ওই দুই নেতা। বিষয়টি জেলা বিএনপির নজরে এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একই সঙ্গে বহিষ্কৃত দুজনকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা বিএনপির আওতাধীন সব নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে তাদের সঙ্গে কোনো ধরনের দলীয় যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।