Image description

প্রার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার দিনক্ষণ এখনো আসেনি। প্রতীক বরাদ্দ পাননি কোনো প্রার্থী। তবু সরগরম ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের ভোটের মাঠ। বিশেষ করে মার্কা নিয়ে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে আরো চাঙ্গা করে তুলেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মার্কা খেজুর গাছ নিয়ে তিনি ভোটে লড়বেন। আসনটির আলোচিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্বতন্ত্র হিসেবে লড়বেন।

তিনি ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন।

মূলত এই দুই প্রার্থীর মধ্যে প্রতীক নিয়ে চলছে ‘বাহাস’। জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীককেই ধানের শীষ বলে উল্লেখ করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি খেজুরগাছকে ধানের শীষ ভেবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ আহ্বানের পর পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেছেন, ‘খেজুরগাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে।

আর ধান তো হলো আমাদের প্রাণ।’

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ একাধিক আয়োজনে জুনায়েদ আল হাবীব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুরগাছটাকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন। আমি পাস করলে বিএনপি পাস।’

 

দিল্লি হাসিনাকে বাংলাদেশে এজেন্ট নিয়োগ করেছিল : হাসনাত আব্দুল্লাহ

এ কথার পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেন, ‘এলাকার মানুষের আশা ছিল দলীয় প্রার্থী দেবে।

এখন প্রার্থী ভাড়া করে আনতে হলো। আর এখন শুনতে হয় খেজুরগাছই নাকি ধান। খেজুরগাছ আবার ধান হয় কিভাবে। ধান হলো আমাদের প্রাণ। আমি যদি কই হাঁসই হইল বাঘ, তাইলে কী হইব? হাঁস হইল হাঁস। বাঘ হইল বাঘ।’