মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের কাছে বিষয়টি ভালো লাগেনি।
সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে মনে করেন তামিম। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয় নিয়ে মুখ খোলা উচিত নয় বলেও মনে করেন সাবেক বাঁহাতি এই ওপেনার।
তামিম বলেন, ‘পৃথিবীতে অনেক কিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আলোচনাটা আপনারা শুরু করেন, কথা বলেন। ওইভাবে সমাধান হলে সবচেয়ে ভালো। আলোচনা করার পর একটা ফাইনাল মন্তব্য করেন, সেটা পাবলিককে জানান। আপনি যদি প্রত্যেকটা স্টেপ পাবলিককে জানান, তাতে খামাখা একটা আনসার্টেন্সি (অনিশ্চয়তা) তৈরি হয়। এখন যেটা হয়েছে।’
ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যদি অন্যরকম (ভারতে বিশ্বকাপ খেলা) হয়... তাহলে আপনি আপনার প্রথম মন্তব্যের কী ব্যাখ্যা দেবেন। এজন্য আমার মনে হয় আপনারা ভেতরে ভেতরে আগে সিদ্ধান্ত নেন, তারপর ডিসিশন যা-ই হোক... আমি একটা জিনিসই আশা করবো, এটা যেন বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য হয়। সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। চিন্তা করে সিদ্ধান্ত নেয়া উচিত।’