Image description
 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্রসহ শওকত আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স।

 

বুধবার ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে তাকে আটক করা হয়। শওকত আলী ওই এলাকার গুল বক্সের ছেলে। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি।

 

৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড আর্মি ক্যাম্পের মেজর তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়ায় বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।