Image description
 

নীলফামারীর কিশোরগঞ্জে তীব্র শীতের মধ্যে ৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন এক কলেজ পড়ুয়া ছাত্রী। ওই ছাত্রীর দাবি তার সাথে বাবুর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাটি বাহাগিলী ইউনিয়নের উত্তরদুরাকুটি বাসোপাড়া গ্রামের জাতীয় পার্টির নেতা আফতাব উদ্দিনের ছেলে বাবু মিয়ার বাড়িতে।

 

জানা যায়, উত্তর দুরাকুটি বাসোপাড়া গ্রামের জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি আফতাব উদ্দিনের ছেলে দুর্ধর্ষ ভিসা প্রতারক বাবুর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিলো কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কামারপাড়া গ্রামের লিটন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ের। এ সুবাদে বাবু মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। ঘটনার দিন গত বুধবার রাত ৮ টার সময় প্রেমিকার বাড়িতে আসে প্রতারক প্রেমিক। এ সময় বিয়েসহ নানা প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে বাড়ির লোকজন টের পেলে প্রতারক প্রেমিক বেড়া টপকিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে মেয়েটি প্রেমিকের বাড়িতে গেলে বাবু গা ঢাকা দেয়। প্রতারক প্রেমিক গা ঢাকা দেয়ায় গত ৭ দিন ধরে মেয়েটি বিয়ের দাবি নিয়ে অনড় অবস্থান করতে থাকে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, মোবাইল ফোনের মাধ্যমে বাবুর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবু আমাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে জোরপূর্বক একাধিক বার শারীরিক সম্পর্ক করে। গত বুধবার সে আমার বাড়িতে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এতে আমার পরিবাওে লোকজন টের পেলে সে পালিয়ে যায়। আমি গত ৭ দিন থেকে এখানে বিয়ে দাবিতে অবস্থান করছি। কিন্তু বাবুর পরিবারের লোকজন আমাকে শারীরিকভাবে হেনস্থা করে।

 

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।