ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোক বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস স্যার ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও মানবিক শিক্ষক। তিনি আজীবন শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের পক্ষে সাহসের সঙ্গে কাজ করেছেন। সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর দৃঢ় ও মানবিক ভূমিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন আদর্শ শিক্ষক, অভিভাবকতুল্য পথপ্রদর্শক ও নৈতিক দৃঢ়তার একজন মানুষকে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস স্যারের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাঁর নেক আমল কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।