গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষের সঙ্গে যে দায়বদ্ধতার সম্পর্ক তা সব সময় থাকবে বলে জানিয়েছেন এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে এগারো দলের প্রার্থী সারজিস আলম। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
এর আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং তাকে সঙ্গে নিয়েই ব্রিফিং শুরু করেন।
সারজিস আলম বলেন, আমরা একসঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে কার্যক্রমগুলো সম্পন্ন করছি।
বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশ ও পঞ্চগড়ের জন্য সমানভাবে কাজ করে যাব।