Image description
 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রবিবার (৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।

শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।