Image description

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রানা প্রতাপ বৈরাগী। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। চরমপন্থি সংগঠনের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান ঘটনা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।

শীর্ষনিউজ