ছাত্রীনিবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নগরের বিনোদপুর এলাকার একটি ছাত্রীনিবাসে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরের বিনোদপুর এলাকার ওই ছাত্রীনিবাস থেকে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব। তার বাসা ঝিনাইদহে।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই শিক্ষার্থী ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছেন। আশপাশের লোকজন এসে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের পুষ্পিতা নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তাকে মেস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।