সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম এই জানাজায় জনতার ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছিল তাদের প্রিয় অভিভাবককে শেষ বিদায় জানাতে। জানাজার ময়দান ছাপিয়ে আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা পরিণত হয়েছিল জনসমুদ্রে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানরা, মরহুম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন। অংশ নেন কয়েকটি দেশের প্রতিনিধি ও ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জানাজাস্থলে পৌঁছে তারেক রহমানকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান।
গতকাল বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম মাথায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর দুইটায় জানাজা অনুষ্ঠানের কথা থাকলেও আনুষ্ঠানিকতার জন্য এক ঘণ্টার মতো দেরি হয়। জানাজার আগমুহূর্তে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান।
