Image description

রাজধানীর চকবাজার থানাধীন বড় কাটারা গলির সোলায়মান টাওয়ার সংলগ্ন ‘আসিফ ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় এসব অবৈধ দ্রব্য মজুদের সঙ্গে জড়িত মো. আসিফ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন (অজেয় চার) ইউনিটের আজিমপুর ক্যাম্প থেকে একটি চৌকস অভিযানিক দল রাজধানীর পুরান ঢাকা চকবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

সেনাসূত্রে জানা যায়, অভিযানে চকবাজার থানাধীন বড় কাটারা গলির সোলায়মান টাওয়ার সংলগ্ন ‘আসিফ ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে সংরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট মো. আসিফ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে বিভিন্ন প্রকার আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

সেনাবাহিনীর অতর্কিত ও সফল অভিযানের মাধ্যমে আনুমানিক ৩১১ কেজি ৪০০ গ্রাম বিভিন্ন প্রকার আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত আতশবাজি, পটকা ও বিস্ফোরকের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।    

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেন, তিনি সংঘবদ্ধভাবে অবৈধ আতশবাজি, ফানুস, পটকা ও বিস্ফোরক ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিস্ফোরক সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করা হয়েছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আতশবাজিসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।