Image description

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মাদ মাহদি মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) হারারেতে মাত্র ১৩ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহাদি।

বুধবার (৩১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। মাহাদির মৃত্যুর খবরে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

জেডসি জানিয়েছে, রক্তক্ষরণজনিত জন্মগত রোগ হিমোফিলিয়া নিয়ে জন্ম নিয়েছিলেন মাহদি। সম্প্রতি স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু হয়। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়।