বিএনপি নেতৃত্বাধীন জোটের নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, ‘আজ থেকে আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুরগাছের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় দলীয় মনোনয়ন পাওয়ার পর সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মুফতি কাসেমী বলেন, ‘এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন—এটি তার অধিকার।
তবে ইনশাআল্লাহ, ধানের শীষ ও খেজুরগাছের কাছে তারা হার মানবে, টিকতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করব।’
এ সময় জেলা জমিয়তে উলামা ইসলাম, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।