Image description

সেই মাসুদের কথা আপনাদের মনে আছে? যাকে পতিত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী সাবেক মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন- ‘মাসুদ ভালো হয়ে যাও’!

 

ওবায়দুল কাদেরের সেই মন্তব্য হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার খোরাক। যা এখনো ভাইরাল এবং মাসুদ নামধারি লোকজন পান থেকে চুন কষলেই আজও বিড়ম্বনায় পড়েন।

সেই মাসুদের দেখা মিলেছে পর্যটন শহর কক্সবাজারে।

 

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সেই কর্মকর্তা মাসুদ আলম তখন ছিলেন সরকারি প্রতিষ্ঠানটির উপ-পরিচালক। এখন তিনি পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগে সংস্থাটির পরিচালক (প্রকৌশল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শনিবার তার দেখা মিলেছে কক্সবাজার শহরে। কক্সবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসেছিলেন অতিথি হয়ে।

 

সুত্র বলছে, মাসুদ আলমকে ওই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হয়তো চিনতে পেরেছেন, আবার অনেকেই সাধারণ কর্মকর্তাই মনে করেছেন!

 

তবে অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে প্রচার হলে অনেক নেটিজেন রসিকতা করে বলছেন, ‘তিনি কি ভালো হয়ে গেছেন?’ যদিও তিনি মিডিয়ার সাথে কথা বলেননি।