বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় এমনটা জানান ধর্ম উপদেষ্টা।
উল্লেখ্য, রজব থেকে রমজান পর্যন্ত সময়সীমা চন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে নির্ধারিত হয়। রজব শেষ হওয়ার পর শাবান মাস তার নিজস্ব চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়, এরপর কেবল রমজানের চাঁদ দেখা গেলেই রমজান মাস আসে। রমজান সাধারণত রজব শুরু হওয়ার প্রায় দুই চান্দ্র মাস পরে ঘটে। যদিও সঠিক সময়টি প্রকৃত চাঁদ দেখার ওপরেই নির্ভর করবে।
রজব, জিলকদ, জিলহজ ও মহররম মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসগুলোয় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী, স্থানীয়রা এই মাসে যুদ্ধবিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামে সময় অতিবাহিত করত।
এরমধ্যে রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহিমান্বিত এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।