আবুধাবীতে গালফ জায়ান্টসের আজ আইএলটি-টোয়েন্টির ম্যাচে শুরুটা ভালো হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ইনিংসের দ্বিতীয়, নিজের প্রথম ওভারে একটি করে ছক্কা ও চারে ১৩ রান খরচা হয়ে যায় বাঁহাতি এই পেসারের। দ্বিতীয় স্পেলে ১৪তম ওভারে আবারও বোলিংয়ে আনা হয় তাকে। প্রথম বলে চার হজম করেন। তবে দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়ে যান মোস্তাফিজ। তার অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে অন সাইডে খেলার চেষ্টায় উইকেটকিপার শায়ানকে ক্যাচ দিয়েছেন ৩৬ রান করা জেমস ভিন্স।
দুবাইয়ের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন আজমতুল্লাত ওমরজাই। চতুর্থ বলে আফগানিস্তানের সেই অলরাউন্ডারকেও ফেরান মোস্তাফিজ। বাঁহাতি পেসারের কাটারে বোকা বনে গিয়ে বোল্ড হয়েছেন ২৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে। ওভারের পঞ্চম বলে বাংলাদেশের তারকা পেসারের শিকার শেন ডিকসন। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও সেটা হতে দেননি মার্ক অ্যাডায়ার।
ইনিংসের শেষ ওভারে আবারও বোলিংয়ে আনা হয় তাকে। সেই ওভারে পর পর তিন বলে রান আউট হয়েছেন গালফ জায়ান্টসের আয়ান খান, হায়দার রাজ্জাক এবং অ্যাডায়ার। সব মিলিয়ে ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশের পেসারের এমন বোলিংয়ের দিনে মাত্র ১৫৬ রানে অল আউট হয়েছে গালফ। দুবাইয়ের হয়ে মোস্তাফিজের বাইরে দুইটি উইকেট নিয়েছেন হায়দার আলী।
সব মিলিয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।