Image description
 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্যসচিব আকতার হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ বাজারে বিক্ষোভ মিছিল শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পাশে এক প্রতিবাদ সমাবেশ তিনি এ কথা বলেন।

বিক্ষোভে অংশ নেওয়া এনসিপির নেতাকর্মীরা হাদির মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

 

সমাবেশে বক্তব্য আকতার হোসেন বলেন, হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। অথচ ঘটনার এতদিন পরও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। দ্রুত বিচার নিশ্চিত না হলে এনসিপি আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

 
 

তিনি আরও বলেন, প্রশাসনের গাফিলতির কারণে অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা হাদির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।