Image description


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যালেনে কার্যনির্বাহী পদে লড়ছেন ইনকিলাব মঞ্চের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মো মেহেদী হাসান। 

জকসু নির্বাচনে কার্যনির্বাহী পদে ২৩ নম্বর ব্যালটে লড়ছেন তিনি।

জানা যায়, টেডএক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইভেন্ট এর অন্যতম সংগঠক সহ ডিবেট প্রিমিয়ার লীগ, জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব,  জুলাই গণঅভ্যুত্থান জেএনইউডিএস ১৭ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, লাস্ট নাইট স্কলার্স ও জেএনইউডিএসের  উদ্যোগে জকসু সিরিজ, ২০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে জকসু কথনঃ Hopes and Journey, জেএনইউডিএস ১৭ তম বিতর্ক কর্মশালা, ফান্ড রাইজিং ক্যাম্প ফর Flood Area - কুমিল্লা, ফেনী এন্ড নোয়াখালী, বেসিক কম্পিউটার কোর্স - ২৪ (জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি), পাবলিক স্পিকিং সেশন (লাস্ট নাইট স্কলার্স, জেএনইউআইটিএস), কুরআন তিলাওয়াত ও আমার চোখে রমাদান (লাস্ট নাইট স্কলার্স) সংগঠনের সাথে যুক্ত থেকে অসামান্য ভূমিকা পালন করেছেন।

এ সম্পর্কে তিনি বলেন, আমি যদি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হই তবে Protect JnUians ও Bus Tracker অ্যাপস, টিচার রেটিং সিস্টেম চালু, ক্যাম্পাসে আইটি ফেস্ট, ক্যারিয়ার ফেস্ট, TEDx  আয়োজন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে শিক্ষক নিয়োগে অগ্রাধিকার, জকসুকে জবির একাডেমিক ক্যালেন্ডারে সংযুক্ত করা সহ কোর ইউনিট থেকে সকল কাজ করব, ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন, ২০২৩ সালে ক্যাম্পাসে আসার পর নানা সমস্যা ও জবিয়ানদের দুঃখ-কষ্ট প্রত্যক্ষ করেছি। ইতিবাচক পরিবর্তনের আশায় আন্দোলনে সক্রিয় ছিলাম। নতুন বাংলাদেশ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার, যার একটি পথ শিক্ষার্থী সংসদ। জবিয়ানদের সংকট বেশি হওয়ায় জকসুর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই জকসুতে আসা।