রংপুরের পীরগাছা উপজেলায় আলো ঝলমলে এক কনসার্ট চলছিল, মাঠ ভর্তি হাজারো দর্শক অংশগ্রহণ করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ খবর পাওয়া যায় যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। এই হৃদয়বিদারক সংবাদে কনসার্ট তৎক্ষণাৎ বন্ধ ঘোষণা করা হয়। আয়োজকরা এবং উপস্থিত দর্শকরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল পীরগাছা বন্ধু মহল নামে একটি ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ও সুধী সমাবেশের পর রাতের কনসার্টের আয়োজন করা হয়। পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনসার্টে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়।
স্থানীয় শিল্পীদের পরিবেশনার পর অতিথি শিল্পীদের পরিবেশনা শুরু হওয়ার কথা থাকলেও হাদির মৃত্যুসংবাদ পাওয়া মাত্রই আয়োজকরা কনসার্ট বন্ধের সিদ্ধান্ত নেন। পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রবি জানান, হাদি ছিলেন সাহসী কণ্ঠস্বর ও প্রতিবাদী নেতা, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। তার মৃত্যু সংবাদ পাওয়ার পর আনন্দমুখর আয়োজন চালিয়ে যাওয়া অমানবিক মনে হওয়ায় কনসার্ট বন্ধ করা হয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
রবি আরও জানান, ২০২৩ সালে গঠিত এই গ্রুপে বর্তমানে প্রায় ২৬ হাজার সদস্য রয়েছেন। গ্রুপটি গরিব-দুস্থদের পাশে দাঁড়ানো, নলকূপ প্রদান, অসহায়দের ঘর নির্মাণ, মাসব্যাপী বাজার, চিকিৎসা সহায়তা সহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার তরুণ সমাজ মানবিক ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ হচ্ছে।