১৫ মাসের বাসা ভাড়া বকেয়া থাকা সত্বেও মধ্যরাতে পিকআপ ভর্তি করে সব মালামাল সরিয়ে ফেলা হয়েছে।
পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই বরিশাল সিটি করপোরেশনের এক বছরের মেয়র ও শতকোটি টাকা অবৈধ আয়ের অভিযোগে পলাতক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তার নিজস্ব লোকজনের সহায়তায় নিজ বাসার মালামাল অজ্ঞাতস্থানে নিয়ে গেছেন।
এ খবর শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সর্বত্র ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কালু শাহ সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন খোকন সেরনিয়াবাত।
২০২৪ সালের ৫ আগস্টের পরে ওই বাসা থেকে আত্মগোপনের পর দীর্ঘ ১৫ মাস ধরে তিনি (খোকন সেরনিয়াবাত) ওই বাসার ভাড়া পরিশোধ করেননি।
সূত্রে আরও জানা গেছে, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে নিজস্ব লোকজনের সহায়তায় ওই বাসার মালামাল সরানোর সময় স্থানীয়রা বাঁধা প্রদান করেন।
অভিযোগ রয়েছে-পলাতক সাবেক সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের এপিএস আত্মগোপনে থাকা রুবেল সাবেক দুইজন কাউন্সিলরের সাথে সমন্বয় করে গত ১১ ডিসেম্বর মধ্যরাতে ওই বাসার সব মালামাল সরিয়ে নিয়েছে।
এছাড়াও বিএনপির এক প্রভাবশালী নেতার ফোনে বিষয়টি জানলেও স্থানীয় বিএনপি নেতারা কেউ ঘটনাস্থলে আসেননি।