ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংশ্লিষ্ট গণভোটের সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
অনেকে মনে করেন তফসিল মানে শুধুমাত্র ভোটের তারিখ ঘোষণা, তবে বাস্তবে এটি নির্বাচনের পুরো প্রক্রিয়ার আইনি সময়সূচি। তফসিলের মধ্যে থাকে ভোটের তারিখের পাশাপাশি প্রার্থীদের মনোনয়ন জমা, যাচাই-বাছাই, প্রচারণা এবং ভোটগ্রহণ ও গণনার সময় নির্ধারণের বিস্তারিত পরিকল্পনা।
তফসিলের মূল উপাদানগুলো:
- মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা: প্রার্থীরা কখন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন তা স্পষ্টভাবে উল্লেখ থাকে।
- বাছাই ও আপিল: মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বাতিল হলে আপিলের সময়সীমা তফসিলে নির্দিষ্ট থাকে।
- প্রচারণার সময়সীমা: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন থেকে প্রচারণা শুরু ও শেষের সময় নির্ধারিত থাকে।
- ভোট গ্রহণ ও গণনা: ভোটগ্রহণের দিন, সময় এবং গণনার স্থান ও পদ্ধতিসহ সমস্ত তথ্য তফসিলে দেওয়া থাকে।
সহজভাবে বলতে গেলে, তফসিল হলো ভোটের পুরো প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা, যা নির্বাচন পরিচালনার জন্য আইনি ভিত্তি তৈরি করে। আজকের ঘোষণা শেষ হলে সাধারণ ভোটার এবং প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমের সঠিক সময়সূচি জানতে পারবে।
সূত্র: বিবিসি