Image description

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত পাসপোর্ট অফিসের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তারা দ্রুত মোটরসাইকেলে করে সটকে পড়ে।

বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়লেও কেউ আহত হয়নি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার সময় কেউ আমাদের জানাননি। পরে আমরা খবর পাই। রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”