ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে সরকার।
এর মধ্যে দিয়ে ডাকযোগের ব্যালট গণনা, রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ও বিচারিক ক্ষমতা সংক্রান্তসহ বেশ কয়েকটি ধারা সংশোধন করা হয়েছে।
অধ্যাদেশে আরপিওর ২৭ নম্বর অনুচ্ছেদ ১০ নম্বর দফা প্রতিস্থাপন করে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য সুনির্দিষ্ট শর্ত যুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ৩৭ নম্বর অনুচ্ছেদ সঙ্গে ৩৭ এ উপধারা সংযোজন করে ডাকযোগে পাঠানো ব্যালট গণনার জন্য বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
পোস্টাল ব্যালটে কোনও মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিকচিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। এছাড়া প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়ার আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে গেজেটে। যেখানে আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে ওই আসনের জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না।
ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গণনায় নেওয়া হবে না। এছাড়া কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকায় কোন পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হলেও ব্যালট গণনা থেকে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয় গেজেটে।