চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে তোশিকুর ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি। তবে নিহতের পরিবারের দাবি, আটকের পর বিএসএফ তোশিকে গুলি করে নিহতের লাশ নদীতে ফেলে দিয়েছে।
ভারতের ৮ কিলোমিটার ভেতরে ভাগীরথী নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে দেশটির পুলিশ। তবে বিএসএফ বিষয়টি স্বীকার করেনি বলে জানিয়েছে বিজিবি।
নিহত তোশি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী পশ্চিমপাড়ার ইব্রাহিম আলীর ছেলে। এদিকে ওই যুবক গত তিনদিন ধরে নিখোঁজ থাকায় বিজিবির কাছে অভিযোগ করেছেন তোশিকুর রহমানের বাবা।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, তোশি তিনদিন ধরে নিখোঁজ ছিল। ওপারে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত নই। ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।
তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, বাখেরআলী সীমান্তের ওপারে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে আটকের পর গুলি করে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। মরদেহ ভাসতে ভাসতে ভাগীরথী নদীতে চলে যায়। ভারতের জঙ্গিপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রটি আরও জানায়, গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তোশি।