Image description

তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সহকর্মী এবং নিজের বদলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম। 

তিনি ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। তাকে প্রায় ৪০০ মাইল দূরে আবুল কাশেমকে বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আবুল কাশেম বলেন, ‘আমার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে বদলি করা হয়েছে পার্শ্ববর্তী জেলা এবং বিভাগে। আরও অনেককে বদলি করা হতে পারে। এ নিয়ে কেউ বিচলিত হবেন না। প্রয়োজনে আইনি লড়াইয়ে যাব। 

তিনি আরও বলেন, ‘আমাকে সাড়ে চারশ মাইল দূরে বদলি করা হয়েছে, একমাত্র ওয়ানলি ওয়ান পারসন, সাড়ে চারশ মাইল দূরে সেই বরিশাল সদর। এতে আমি বিচলিত নই। আমি আবারও বলছি। যাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে, আপনারা কেউ ভয় পাবেন না। আমি এবং আমরা, দাবি বাস্তবায়ন পরিষদ, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। ভয় নয়, এই যে ভয়ভীতি দেখানো হচ্ছে, এটাকে জয় করে আমরা আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। যত বাধা বিপত্তি আসুক না কেন।

শিক্ষক নেতা বলেন, আন্দোলন চলছে, এ আন্দোলন চলবে। এবং আগামী দিনে আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ সবাই মিলে আরও ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে যাব।

আবুল কাশেম বলেন, এখন আমাদের উপর জুলুম করা হচ্ছে। অন্যায়ভাবে আমাদের এই শতাধিক শিক্ষকদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দকে বদলি করা হয়েছে, সেজন্য আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করব না। কারণ আমরা শিক্ষক। শিক্ষক মানুষ গড়ার কারিগর। অষ্টম শ্রেণি পাশ ড্রাইভারের বেতন ১২তম গ্রেড আর শিক্ষকের বেতন ১৩তম গ্রেড। শিক্ষক আজকে তৃতীয় শ্রেণির কর্মচারী। দাবি আদায়ে আপনারা ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধ থাকুন। ধৈর্য ধরুন। আমরা অনতিবিলম্বে আরো কঠিন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।