আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৮টি আসনে এখনো প্রার্থী দেয়নি দলটি। এর মধ্যে নুরুল হক নুর ও রাশেদ খাঁনের আসনও রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থী দেয় বিএনপি। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ৩০০টির মধ্যে ২৭২টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি।
প্রথম দফার মতো এবারও প্রার্থী দেয়নি পটুয়াখালী-৩ (দশমিনা, গলাচিপা) এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু, ঝিনাইদহ সদর) সংসদীয় আসনে। এই দুটি আসনে নির্বাচন করার কথা রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের। এর আগে নুর ও রাশেদ নিজ এলাকায় সমাবেশ করলে সেখানকার বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করার জন্যও কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিল দলটি।
এদিকে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচন করার কথা রয়েছে। বিএনপি প্রথম দফায় এই আসনে প্রার্থী ঘোষণা না করলেও দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করেছে। গতকলা ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালামকে মনোনয়ন দিয়েছে দলটি।
চলতি বছরের ২৪ জুলাই ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করে গণঅধিকার পরিষদ। দলটির সভাপতি নুর পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ ঝিনাইদহ-২, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ঠাকুরগাঁও-২ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসনে প্রার্থী হবেন বলে জানানো হয়।