Image description

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি। 

 

একই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন খুলনা জেলা কমিটির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খানকে। প্রথম দফায় খুলনার ছয় আসনের মধ্যে এই আসনটি ফাঁকা রাখা হয়েছিল।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনাসহ স্থগিত থাকা ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

 

জানা গেছে, আসনটিতে বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি পার্থ দেব মন্ডলও দীর্ঘদিন ধরে গণসংযোগ চালাচ্ছিলেন। তবে বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আমীর এজাজ খানকে।

অপরদিকে প্রায় ১০ মাসের ব্যবধানে বুধবার খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করেছে।