ইসলাম ও আল্লাহকে নিয়ে কটুক্তকারী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে বাধা দিয়েছে একদল যুবক। এসময় তারা বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক এ কর্মসূচি আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করে ‘জুলাই মঞ্চের’ কর্মীরা। পরে উভয়পক্ষ মুখোমুখি হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
আয়োজকদের দাবি, ‘জুলাই মঞ্চের’ ব্যানারে যুবকরা মিছিল নিয়ে এসে বাধা দেন। তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। বাউল আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ বলেন, আমাদের আয়োজন শুরু হয়েছে, আলাপ চলছে। এমন সময় ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ ভেঙে দেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।
আবুল সরকারের মুক্তি চাইছেন যারা
‘সম্প্রীতি যাত্রা’ এর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরুপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।
অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি শিল্পীরা বাউল আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি তুলে ধরেন। প্রতিবাদী গান ও মশাল মিছিল করেন আয়োজকরা।