Image description

রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী আপনান আলম সাকিব। তিনি আইন বিভাগের ব্যাচ ৫৪-এর সদ্য স্নাতক শিক্ষার্থী ছিলেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাকায় একটি বাইক দুর্ঘটনায় নিহত হন তিনি।

ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে এক শোকবার্তায় জানায়, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ব্যাচ ৫৪-এর সদ্য স্নাতক আপনান আলম সাকিব শুক্রবার, ২৮ নভেম্বর তারিখে আমাদের মাঝে নেই।

বিশ্ববিদ্যালয় শোকবার্তায় আরও উল্লেখ করেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’— [নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তাকেই ফেরত যাব।] আল্লাহ তাআলা তার আত্মাকে চিরশান্তি দিন এবং জান্নাতের উচ্চতম স্থান দান করুন, এছাড়া তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দিন। বিশ্ববিদ্যালয় ও সহপাঠীরা তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।