Image description

সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশকে নির্দেশ দিয়েছেন। তার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, যারা এই হামলায় জড়িত, তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। পুলিশ ইতোমধ্যেই বিষয়টি তৎপরভাবে অনুসন্ধান করছে।

 

এই নির্দেশ প্রধান উপদেষ্টা দিয়েছেন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রেসসচিব জানান, বৈঠকে অন্যান্য বিষয়ও আলোচিত হয়েছে।

রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনে গুরুত্ব হারিয়েছিল, তা পুনরায় আন্তর্জাতিক অগ্রাধিকারে আনা হয়েছে।’ শফিকুল আলম মন্তব্য করেন, পূর্ববর্তী সরকারের চেষ্টা মূলত ইমেজ প্রদর্শনের ছিল, বাস্তব সমাধান হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিষয়টিকে কার্যকরভাবে অগ্রাধিকার দিয়েছে।

 

রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে সম্ভাবনার কথা থাকলেও, প্রেসসচিব জানিয়েছেন, এটি ধাপে ধাপে কূটনৈতিক প্রক্রিয়ায় সম্ভব। প্রচেষ্টা চলমান, এবং ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে।

 

এছাড়া দেশের ভবন নিরাপত্তা ও তদারকির দুর্বলতার প্রসঙ্গও আলোচিত হয়েছে। শফিকুল আলম বলেন, ‘অননুমোদিত স্থাপনা ধরা পড়ার ঘটনা দেখিয়েছে তদারকি কতটা শিথিল ছিল। চিফ অ্যাডভাইজার স্পষ্টভাবে জানিয়েছেন, অনুমোদন ছাড়া কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না। সব সিটি করপোরেশনে অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন আরও কঠোর করার কাজ চলছে।’